ঢাকা ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হালিশহর শাখায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকালে শাখা ব্যবস্থাপক কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন ১১নং হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন। এসময় কেক কেটে তিনি অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এ সময় কাউন্সিলর অধ্যাপক ইসমাইল তার বক্তব্যে ঢাকা ব্যাংকের গ্রাহক সেবার মানের প্রশংসা করেন এবং উক্ত শাখার উত্তরোত্তর সমৃদ্ধির জন্যে নিজের সবার্ত্মক সহযোগিতার প্রতিশ্রæতি দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ আয়োজনে গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাহদাত হোসেন তানিম, রেজাউল করিম, নুরে এলাহি, আশিফ বিন মনজুর, আবদুল কাদের, সাইফুল আলমসহ প্রমূখ।