তরুণ সংঘ কর্তৃক আয়োজিত সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে অসহায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন তরুণ সংঘ নেতৃবৃন্দ ।
চট্টগ্রাম বন্দর পূজা মন্দির সাধারণ সম্পাদক আশিষ কান্তি মুহুরী নির্দেশে অসহায় দুস্থদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
নগরীর ইপিজেড, কাঠঘর, সিআরবি ডিসি হিল, টাইগার পাস, নিউ মার্কেটসহ বেশ কয়েকটি স্থানে এসব খাবার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন দীপ্ত রায়, রাজু চৌধুরী, ছোটন দাশ, দিপু মজুমদার, সুকান্ত দাশ, হৃদয় গুপ্ত শান্ত, গৌরব চক্রবর্তী,সীমান্ত দাশ, সুব্রত চন্দ্র নাথ, দেবজিৎ সরকার দূর্জয়,অরুপ দাশ দূর্জয়, রাজু দাশ, অভি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।