বঙ্গবন্ধু ল টেম্পল ২০১৯-২০ সেশনের গেট টুগেদার প্রোগ্রাম শুক্রবার (২২ সেপ্টেম্বর) আনোয়ারা পারকির চরে সম্পন্ন হয়েছে। গেট টুগেদার প্রোগ্রামের আহবায়ক দেবদ্বীপ রনি এর সঞ্চালনায় জয় বিশ্বাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুজন, জিয়া, মামুন, দিদারসহ প্রমূখ।
দিনব্যাপী এই গেট টুগেদার প্রোগ্রামে সকালে ল টেম্পল হতে যাত্রা শুরু হয় এতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো: রায়হান, গীতা পাঠ করেন পলি রানী রায়, উদ্বোধনী বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ সোলেমান, বীচে ফুটবল খেলার আয়োজন ও লুসাই পার্কের পুকুরে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন এরশাদ, ওসমান, আরাফাত, অনুরাধা পাল, মুক্তা, নাজমুল, করিম, রাশেদ, চন্দন, শহিদ, মশিউর, বিকাশ, জুয়েল প্রমূখ।
র্যাফেল ড্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল।