বাকলিয়া লায়ন্স ক্লাবের নতুন কমিটি
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫- বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার ২০২৩-২০২৪ সেবাবর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বর্তমান ক্লাব সভাপতি লায়ন কামরুল হাসান এমজেএফ এর সভাপতিত্বে বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে লায়ন প্রদীপ চৌধুরী টিংকু প্রেসিডেন্ট, লায়ন মোঃ আবুল মনসুর সেক্রেটারি, লায়ন তাপস কান্তি তালুকদার ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন নেজাম উদ্দীন, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন শাখাওয়াত হোসেন লিটন এমজ এফ, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন লুভনা হুমায়ুন সুমি, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইমরুল চৌধুরী এমজেএফ, লায়ন এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, জয়েন্ট ট্রেজারার লায়ন সমীপ দে, লায়ন সাজ্জাত মাহমুদ রাসেল, টেমার লায়ন ইন্জিনিয়ার মোঃ শওকত আলম, টেলটুইস্টার লায়ন ইন্জিনিয়ার এস, এম শহিদুল করিম, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন মোঃ হুমায়ুন কবির, ক্লাব এল, সি,আই, এফ কো-অর্ডিনেটর লায়ন এ,কে,এম সালাউদ্দিন এমজেএফ, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির হিমু, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন সেলিম উদ্দীন শিকদার এমজেএফ, ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন লায়ন মমতাজুল ইসলাম এমজেএফ, ডিরেক্টর যথাক্রমে লায়ন জসিম উদ্দিন, লায়ন মহিউদ্দিন, লায়ন হাজী মোঃ ইসমাইল, লায়ন নজরুল ইসলাম, লায়ন শীমুল সেন, লায়ন হাফেজ মোঃ ঈসমাইল, লায়ন সরোয়ার জামান রাসেল।
সভায় নবগঠিত কমিটির সবাইকে ক্লাবের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে ভূমিকা রাখার আহবান জানানো হয়।