শুদ্ধাচারে বান্দরবান জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার। এই পুরস্কারের জন্য কর্মকর্তা বাছাইয়ে যথার্থতা রয়েছে। লামাবাসী এদিক থেকে ভাগ্যবান। কারণ নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার একজন শান্ত স্বভাবের মার্জিত দায়িত্বশীল ও ব্যক্তিত্ববান।
সরকারের মাঠ প্রশাসনের সব চেয়ে গুরুত্বপুর্ন পদের কর্মকর্তা হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। সদাশয় সরকারের প্রতিটি কাজ বাস্তবায়নে তিনি নিবিড় তদারকি করার পাশাপাশি জনগনের সাথে সমন্বয় সাধন করেন। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সারের অমায়িক আচার-আচরণে লামার সর্বস্তরের মানুষ মগ্ধতায় তৃপ্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অর্জনে লামাবাসী বান্দরবান জেলা প্রশাসকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।