মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চার ফার্মেসীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট। রবিবার (২৫ সেপ্টেম্বর) নগরের কোর্ট বিল্ডিং ওয়ারলেস এলাকার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, মেয়াদোত্তীর্ণ ও কাটা ওষুধ সংরক্ষণের কারণে ওয়ারলেস এলাকার রুহুল আমিন স্টোর, নাহার ফার্মেসি, হলি ফার্মেসি ও আর একে ফার্মেসিকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘন না করার জন্য আমরা সব ব্যবসায়ীকে নির্দেশনা দিয়েছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন