চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
জরুরী ওষুধসহ নানা ভোগ্যপণ্যে ভেজাল, মানহীন, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়রোধে জাতীয় ভোক্তা অধিকারের চলমান ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ‘জিইসি এলাকার সানমার ওশান সিটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য ও আমদানিকারকবিহীন পণ্য সংরক্ষণ করার দায়ে আফ্রা কসমেটিকসকে ১৫ হাজার টাকা, গেøম সিটিকে ৩ হাজার টাকা ও রেড রুটকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় হক ফার্মেসিকে ১০ হাজার ও নিজামপুর ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।