চট্টগ্রামে ৬হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-২
চট্টগ্রামে ৬হাজার ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। রবিবার (১৮ সেপ্টেম্বর) নগরীর শাহ আমানত সেতুল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই ইয়াবা পাচারকারী হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. ছমিউল্যাহ’র ছেলে মো. সোহেল (২৪) ও মৃত মো. সোলাইমানের ছেলে মো. খাইরুল আমিন (৩০)।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই মো. রবিউল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকলিয়া থানা এলাকা থেকে পেশাদার এ দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।