মেয়াদোত্তীর্ণ খাবার-ওষুধ বিক্রি : চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠান গুনলো জরিমানা
চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ খাবার-ওষুধ বিক্রয় ও সংরক্ষণের অভিযোগ ৪ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এনায়েতবাজার ও কাটগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান জরিমানা করা হয়।
অভিযানে কাটগড় বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ দই, মিষ্টি, বার্থডে কেক বিক্রির জন্য সংরক্ষণ করায় ফার্মভিলাকে ৪০ হাজার টাকা, মোড়কীকরণ বিধিমালা না মানায় ফুলকলিকে ১০ হাজার টাকা, খাজা হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে এনায়েতবাজার এলাকায় অনন্যা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।