দেওয়ানহাটে উচ্ছেদ অভিযান সিডিএ’র

নগরের দেওয়ানহাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী জায়গা খালি করতে এ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।

তিনি সাংবাদিকদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী একটি ভবনের জায়গা অধিগ্রহণ করা হয়। দুই মাস আগে তাদের চিঠি দেওয়া হয়েছে। জায়গা খালি না হওয়ায় প্রকল্পের কাজ থমকে আছে। কিন্তু তারা সরে না যাওয়ার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এ ভবনের মালিককে ক্ষতিপূরণের অর্ধেক টাকা জমা দিয়ে দিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত তারা মালিক পক্ষ থেকে ক্ষতিপূরণ নিতে পারেন।

আরও পড়ুন