চসিকের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে ১৮ ব্যক্তিকে ৮৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর বহদ্দারহাট মোড়, বহদ্দারহাট কাঁচা বাজার গলি, এশিয়ান হাইওয়ের বহদ্দারহাট থেকে মুরাদপুর এবং ২নং গেইট থেকে জিইসি পর্যন্ত অভিযান পরিচালনা করে। এসময় সড়কের উভয় পার্শ্বের ফুটপাত, নালা ও রাস্তা দখল করে দোকানের অংশ বর্ধিত করায় এবং ফুটপাত ও রাস্তায় দোকানের মালামাল রেখে পথচারীসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫০টি অবৈধ দোকানপাট, স্থাপনা ও স্ল্যাব উচ্ছেদ করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরীর দেওয়ানহাট মোড় হতে কদমতলী পর্যন্ত ডিটি রোডে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মান সামগ্রী রাখার দায়ে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ১ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে।

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন