প্রচন্ড দাবদাহে যখন জনজীবনে প্রাণ ওষ্ঠাগত তখন মানুষের বহুল কাংখিত বৃষ্টি ধরা দিয়েছে অভিশাপ হয়ে। মাত্র ৭৭ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা। ফলে ওইসব এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর নাগরিক জীবনে নেমে এসেছে দুর্ভোগ।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত থেকে বুধবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৭৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বাদুরতলা, হালিশহর, কাতালগঞ্জসহ নগরীর কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত চলা বৃষ্টিতে নদী ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই।
তিনি আরও জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তবে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।