বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট আয়োজনে যুব রেড ক্রিসেন্ট , চট্টগ্রাম’র সহযোগিতায় শুক্রবার (৩ নভেম্বর) ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচালনায় সচেতনতা লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে উদ্বোধন হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মেয়র বলেন, দেশের যেকোন ক্লান্তি লগ্নে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের সেবার ধর্ম নিয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু রোধে প্রথম থেকে সচেতন করার কার্যক্রম চলমান রেখেছে। আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
৬ নং পূর্ব ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার এর সভাপতিত্বে চসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এসরারুল হক, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ অত্র ওয়ার্ড সমূহের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২০ টি ওয়ার্ডে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকরা সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ করবে।