চট্টগ্রামের কদমতলীতে ককটেল বিষ্ফোরণ, গ্রেপ্তার ১

বিএনপি’র চলমান অবরোধের দ্বিতীয় দিন ককটেল বিষ্ফোরণের দায়ে চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে কদমতলী এলাকার আট মার্চিং মোড়ে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার দিকে কদমতলী এলাকায় ২০-২৫ মিলে নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন। এসময় আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ীর কাঁচ ভাংচুর করে। টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে। পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারপূর্বক করে।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন