বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বন্দর সিবিএ’র উদ্যোগে “শেখ রাসেল দিবস” উদযাপন করা হয়েছে।
১৮ অক্টোবর (বুধবার) সকালে বন্দর ভবন প্রাঙ্গনে চবক ও সিবিএ’র যৌথ আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শিশুদের নিয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবক বোর্ড সদস্যবৃন্দ, সকল বিভাগীয় প্রধানগণ, বীর মুক্তীযোদ্ধা সহ সিবিএর সভাপতি মোঃ আজিম, সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিকসহ বন্দরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।