তাহের খানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ডাঃ এম এ তাহের খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডাঃ তাহের খান। অসুস্থ হওয়ার পর প্রথমে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার জটিল অস্ত্রোপচার হয়েছিলো।

প্রফেসর ডাঃ তাহের খানের মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রোববার বাদে আছর চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন