কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুহাম্মদ মুস্তাফিজুর’র বিদায়ী সংবর্ধনা

কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মিরসরাই সমিতি কাতার। শুক্রবার (১৪ জুলাই) মিরসরাই সমিতি কাতারের আয়োজনে কাতারের সারে আসমাক বৈশাখী রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ আবদুস সালাম, বাংলাদেশ কমিউনিটি কাতারের (বিসিকিউ) উপদেষ্টা এসএম ফরিদুল হক, ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, অর্থ সম্পাদক সাহাদাত হোসেন নাছের, সমন্বয়ক ও পর্যবেক্ষক মোহাম্মদ নুরুল আলম, মিরসরাই সমিতির উপদেষ্টা নুরুল করিম মানিক, আবুল কালাম, মাঈন উদ্দিন মানিক চৌধুরী, আকতার হোসেন আজাদ, শাখাওয়াত হোসেন লিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক এন.কে. টিপু, সহ-সভাপতি নুরুল হুদা বাবুল ও সমিতির উপদেষ্টা নুরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী চৌধুরী ও সাধারণ সম্পাদক এন. কে.টিপু। বিদায়ী মানপত্র পাঠ করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নিজামী। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সমিতির সহ-সভাপতি নুর নবী ভূঁইয়া, সহ-সভাপতি মাঈন উদ্দিন রানা ও কার্যকরী সদস্য নুরুল আকতার স্বপনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক মীর হোসেন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ নবী, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক ইমাম হোসেন, অফিস সম্পাদক নুর ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক নুর উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন। সবশেষে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী চৌধুরীর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সবাইকে কাতারের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেন। এছাড়া দেশের ভাবমূর্তি রক্ষার্থে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তিনি মিরসরাই সমিতি কাতারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন