নারায়নগঞ্জে ট্রলি চাপায় পথচারী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ মদনপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ইঞ্জিনচালিত ইটের ট্রলির ধাক্কায় মো. জয়নাল মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের সহকর্মী সুভন জানান, আমরা দিনমজুর। যখন যে কাজ পাই, সে কাজই করি। সকালের দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় রাস্তা পারাপার সময় ইট টানা ট্রলি জয়নালকে ধাক্কা দেয়। এর ফলে রাস্তায় ছিটকে পড়ে সে। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মোজাফরপুর গ্রামে। জয়নাল ওই গ্রামের মো. আব্দুল মিয়ার সন্তান। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মদনপুর এলাকায় থাকতো সে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।