ক্ষমতার প্রায় শেষ পর্যায়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম নিদর্শন টানেল উদ্বোধন করবেন আজ শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সমুদ্রের তলদেশে নির্মিত এ টানেল উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী চট্টগ্রামে আরও বেশকিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স, আগ্রাবাদ সিজিএস কলোনির নয়টি বহুতল আবাসিক ভবন, চট্টগ্রাম বিমানবন্দরে বঙ্গবন্ধু ম্যুরাল ও শিকলবাহা খালের ওপর পিসি গার্ডার ব্রিজ।
একই সাথে নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চট্টগ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর, বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত শেখ হাসিনা সড়ক ও সিমেন্স হোস্টেল কমপ্লেক্স ভবন, জেলা প্রশাসন গৃহীত ডিসি পার্ক, নৌকা জাদুঘর, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, স্মার্ট স্কুল বাস সার্ভিস, পর্যটক বাস, রিভার ক্রুজ ও ফুল ডে ট্যুর সম্বলিত পর্যটন সেবা, বার্ডস পার্ক ও চিড়িয়াখানার আধুনিকীকরণ প্রকল্প।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেলসহ মোট ২০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৭টি প্রকল্প রয়েছে।