অবশেষে নালায় মিললো শিশু আরাফাতের মরদেহ
রাতভর খোঁজাখুজির পর সোমবার সকালে বাসার সামনের নালায় মিললো নিখোঁজ দেড় বছর বয়সী শিশু ইয়াসিন আরাফাতের মরদেহ। রবিবার (২৭ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকায় নিজ বাসার সামনে নালায় পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলো শিশু আরাফাত।
পুরোরাত তল্লাশি শেষে সোমবার সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। নিহত শিশু আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
আগাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। এক পর্যায়ে সোমবার সকালে আরাফাতের বাসার সামনের নালায় তার মরদেহ পাওয়া যায়।