রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর এলাকায় খাবার খাওয়াতে গিয়ে নাতনিকে থাপ্পড় দেয়ার জেরে নিজ মেয়েকে হাতুড়ি দিয়ে আঘাত করেছেন এক বাবা। আর সেই আঘাতের পর ওই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বাবাকে আটক করা হয়।
জানা গেছে, নিহতের নাম সালাম বেগম। শনিবার (৯ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বাবা আবদুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রহমান বলেন, গত বুধবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে সালমা তার মেয়েকে কলা খাওয়াচ্ছিলেন। তখন মেয়ে খেতে না চাওয়ায় তাকে একটি থাপ্পড় মারেন সালমা। তখন সালমার বাবা আবদুল হাকিম হাতুড়ি দিয়ে সালমার মাথায় আঘাত করলে তার মাথা থেকে প্রচণ্ড রক্তপাত শুরু হয়। পরে সালমাকে একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এরপর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে সালমার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে গোসল করিয়ে কাফনে মোড়ানো হয়। তখনই পুলিশ খবর পেয়ে নিহত সালমার মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিজিয়া খাতুন। তিনি বলেন, হাতুড়ির চিকন মাথা দিয়ে আঘাত করায় তার মাথার তালুর মধ্যে ঢুকে গুরুতর আহত হয়েছিলেন। পরে তার মৃত্যু হয়।
ওসি মামুনুর রহমান বলেন, এ ঘটনায় নিহত সালমার বাবা আবদুল হাকিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্বামী মাসুম মিয়া বাদি হয়ে আজ শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় আগামীকাল (১০ জুলাই) ঈদুল আজহার দিন তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। প্রাথমিকভাবে আসামি স্বীকার করেছেন নাতনিকে থাপ্পড় দেয়ায় তিনি ক্ষোভে নিজ মেয়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বসেন।