সোমবার ভোরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৪,৪১,০০০/- (চার লক্ষ একচল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আরিফ বিল্লাহ্ (৩৬), পিতা-মৃত শাহজাহান সিরাজ ও মোঃ বিল্লাল হোসেন ওরফে সবুজ (৩২), পিতা-মোঃ মকবুল হোসেন, দুজনের বাড়ি -শবদল, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট বলে জানাগেছে।
এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি ট্রাভেল ব্যাগ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। দুজনেই বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।