ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে যায়। এদিন প্রথম পাঁচ ঘণ্টায় সারাদেশে ট্রেনের ৫৭ হাজার ৬৪৩টি টিকিটি বিক্রি হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়।
ট্রেনের টিকিট বিক্রির অপারেটর সহজ লিমিটেড জানায়, সারাদেশের বিভিন্ন স্টেশনের কাউন্টার থেকে ৩০ হাজার ৯২৭টি টিকিট বিক্রি হয়েছে। আর অনলাইনে ওয়েবসাইট ও অ্যাপে বিক্রি হয়েছে ২৬ হাজার ৭১৬টি টিকিট।
এদিন দেওয়া হয়েছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট। ওই দিন ঢাকা থেকে ৩৪টি আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ২৬ হাজার ৬১৩টি। এর অর্ধেক ঢাকার কমলাপুর স্টেশনসহ ছয়টি স্থান থেকে বিক্রি করা হচ্ছে। বাকি অর্ধেক বিক্রি করা হচ্ছে ওয়েব ও অ্যাপে।
সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার (৩০ জুন) রাত থেকেই কাউন্টারে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। ভোররাত থেকেই স্টেশনে ছিল উপচে পড়া ভিড়।
রাজধানীর জিগাতলা থেকে আসা শেখ ফরিদ বলেন, গতকাল রাত ১২টায় এসে লাইনে দাঁড়িয়ে আছি। শুক্রবার বেলা ১২টায় যখন কাউন্টারের ঠিক কাছে আসলাম তখনই শুনি টিকিট শেষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকিট পেলাম না।
আরেক টিকিট প্রত্যাশী ব্যাংক কর্মকর্তা রকিবুল হাসান বলেন, গতকাল রাত ১১টায় এসে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু লাইনের মাথায় পৌঁছানোর আগেই টিকিট আগেই শেষ হয়ে গেছে। তাই আগামীকালের জন্য এখন অপেক্ষা করতে হবে।
এদিকে আগামীকাল ২ জুলাই মিলবে ৬ জুলাইয়ের টিকিট। ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট। ৪ জুলাই পাওয়া যাবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের টিকিট।
এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।