উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ১শ পরিবার
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে দেশের আরও ৩৯হাজার ৩৬৫টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জেলার সব উপজেলা সহ দেশের ১৫৯টি উপজেলা গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষণা করেন তিনি।
বুধবার(২২ মার্চ) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনাদের ঘর দিচ্ছে। সেটা ভাড়া হিসেবে নয়,এককালীন আপনাদের ঘর করে দিচ্ছে।
১৯৭২ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন নোয়াখালী মহকুমা তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম এ উদ্যোগ টা নিয়েছিলেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন ভুমিহীন গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার। ক খ ও গ তিন ভাগে ভাগ করে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ টা নিয়েছিলেন। আপনারা এ ঘরে থাকবেন। নিজেরা নিজেদের ঘরের মতো করে দেখবেন,থাকবেন জীবিকা নির্বাহ করে এখানেই বসবাস করবেন। যে আপনার ঘর তৈরি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এ ঘর কোনোমতেই বিক্রি করা যাবেনা। আপনার ঘর,ভালো মন্দ আপনার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা,ডিজিএম মোহাম্মদ ইব্রাহীম।
এবারে ১০০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। তাছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় খাবার বিতরণ করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।