উখিয়ার ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় ২ রোহিঙ্গা নেতা নিহত
কক্সবাজারের উখিয়া তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অত হামলায় ২ রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে তাজনিমার খোলা ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিম এর ছেলে মৌলভী মো. ইউনুস(৩৮) ও এফ ব্লকের মৃত নুর মোহাম্মদ এর ছেলে (হেড মাঝি) মোঃআনোয়ার(৩৮)। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মোঃফারুক আহমেদ।
তিনি জানান, একটি দুষ্কৃতকারীর দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে ( মাঝি) অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং আহত হেডমাঝি আনোয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮,৪৫ মিনিটের দিকে মারা গেছে।
ফারুক আহমেদ বলেন, দুষ্কৃতকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে।অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।