মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে ৪ নারীসহ ৩৪ জন রোহিঙ্গা উদ্ধার
সাগর পথে মালয়েশিয়ায় যাত্রা কালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় রোহিঙ্গা ৪ নারীসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। এতে বাংলাদেশী ৪ দালালকে আটক করেছে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর ৪ টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌঘাটে এঘটনা ঘটেছে। আটক হওয়া বাংলাদেশী দালালরা হলেন, টেকনাফ কাটাবনিয়া এলাকার হাসান আলীর ছেলে শহিদ উল্লাহ (২৮), মহেশখালী উপজেলার তাজিয়াকাটা এলাকার করিম উল্লাহর ছেলে মোহাম্মদ সেলিম (২৪), মহেশখালী উপজেলার ঘড়িভাঙা আব্দুর রশিদের ছেলে কুরবান আলী (২২), ঈদগাঁও ইসলামপুর হাজী পাড়ার রশিদ আহমেদের ছেলে আব্দুল্লাহ।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, সমুদ্র পথে মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা কালে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বল জানান তিনি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
বাহারছড়া হলবনিয়া এলাকার লোকজন জানান, রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবে গেছে। পরে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দিলে তারা বোট নিয়ে তাদের উদ্ধার করে বলে জানিয়েছেন তারা।