রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের পৃথক অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ আটক-২
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১৫হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)সদস্যরা। আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি -১৩ ব্লকের বাসিন্দা মৃত শাকের মোহাম্মদ ছেলে মোঃ ইলিয়াছ (৩১)ও উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের মো:সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম(৩৫)।আটককৃতদের রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইলিয়াছের বসত ঘরে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।৮আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার(অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন একই দিন দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -১১এর বি-ই ব্লকের সামনের রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করতে সক্ষম হয়।আটককৃত দুইজনের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক মামলা রুজু করা হয়।