কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লক্ষ টাকা। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। আটককৃত রোহিঙ্গা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -১০এর জি -ব্লকের বাসিন্দা আবু তাহের ছেলে রহিমুল্ল্যাহ (৩০)।
২৯ জুলাই শুক্রবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -১০এর জি ব্লক থেকে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার সকাল ১১ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।
৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান(মিডিয়া)কামরান হোসেন বলেন,রাত ১ টার দিকে ক্যাম্পে অভিযান চালিয়ে ১ রোহিঙ্গাকে ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে।
তিনি আরো বলেন জব্দকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।