কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।
শনিবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সংরক্ষিত বনের সোনাইছড়ি মৌজার রমিজ পাড়া এলাকায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক এর নেতৃত্বে বারবাকিয়া বিটের কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করে বারবাকিয়া রেঞ্জ অফিসে যায়।
এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, দীর্ঘদিন ধরে একটি ভূমি দস্যু চক্র পাহাড় নিধন করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসতেছে। তারই ধারাবাহিকতায় আজকে পাহাড় নিধন করে বালু উত্তোলন করতেছে। অভিযান চালিয়ে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করি এবং বন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি ।