কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও ইয়াবাসহ ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয় (১৪ এপিবিএন)।
বুধবার (৬ জুলাই) গভীর রাতে উপজেলার কুতুপালং ব্লক-সি, ক্যাম্প-২/ওয়েস্ট এর আইওএম হাসপাতালে পিছনে ব্র্যাক এর খেলাখানা অফিসে সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম।
গ্রেফতারকৃতরা হলেন, ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক-সি/৪ এর মনছুর আলীর ছেলে মোঃ ইসমাইল (২৫) ও মৃত আলী জোহরের ছেলে মোঃ নুর হামিদ (১৯)।
তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে ৩ টার দিকে কুতুপালং ক্যাম্প-২ এ বালুরমাঠ পুলিশ ক্যাম্পের কমান্ডার এ,কে,এম, এমরানুল হক মারুফ, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে অভিযান চলাকালে সন্দেহজনক দুইজনের দেহ তল্লাশী করা হয়। এসময় নুর হাকিমের হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র)সহ একটি তাজা গুলি ও মোঃ ইসমাইলের হেফাজতে থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা জানায় মুন্না গ্রুপের চিকন আলীর সহযোগী হিসেবে কাজ করে।
আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের জব্দকৃত অস্ত্র ও মাদকসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।