কক্সবাজারের উখিয়ার ১১ টি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৬ মাসে ২০ লাখেরও বেশি ইয়াবা উদ্ধারের মাইলফলক স্পর্শ করেছে। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রায় ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে তারা।
৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. কামরান হোসেন জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ৮ এপিবিএন উখিয়ায় ১১টি এফডিএনএন ক্যাম্পে অপারেশনাল কার্যক্রম শুরু করে সর্বশেষ চলতি বছরের জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত ২০ লাখ তিন হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এছাড়া উল্লিখিত সময়ে এম-১৬ এসল্ট রাইফেলসহ ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৩৪ রাউন্ড গুলি, ২৩৫টি দেশীয় অস্ত্র, ৯১ ভরি স্বর্ণ, ৬৬ লাখ বাংলাদেশি নগদ টাকা, ৮২ হাজার বাংলাদেশি টাকার জাল নোট, সাড়ে তিন লাখ বার্মিস মুদ্রা ও বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দসহ ৯৭২ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়।
এই মাইলফলক অতিক্রম করায় ৮ এপিবিএন কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করতে সকলকে নির্দেশনা প্রদান করেন।