কুতুবদিয়ায় ৫৮ জন পেল প্রতিবন্ধী কার্ড

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিবন্ধীদেট মাঝে নতুন প্রতিবন্ধী কার্ড হস্তান্তর করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ৫৮ জন প্রতিবন্ধীদের মাঝে নতুন কার্ড হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কার্যালয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামীম আল মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. ফারজানা আকতার, সমাজকর্মী হাসান মুরাদ, শাহেদুল ইসলাম,রেহেনা আকতারসহ সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী উপস্থিত ছিলেন।

কার্ড বিতরণে সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর এবং প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন সমাজসেবা কার্যালয় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের কার্ড বিতরণে একদম স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক কার্যক্রম করেছি তারই ধারাবাহিকতায় আজকে উন্মুক্ত ভাবে প্রকৃত প্রতিবন্ধীদের মাঝে কার্ড বিতরণ করলাম।

আরও পড়ুন