কুতুবদিয়ায় পানিতে ডুবে মুনতাহা নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার বিকালে জহির আলী সিকদার পাড়া গ্রামের মোঃ শাহা জাহানের শিশু কন্যা মুনতাহা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: জয়নব বেগম শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদার।