খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় এলাকাবাসী বিজিবি‘র গাড়িবহরে হামলা করে গেরেপ্তারকৃত ২ জন ব্যক্তিকে কেড়ে নিয়ে যায়। এই হামলা আহত হয়েছেন ৯ জন বিজিবি সদস্য।
সোমবার ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ২ জন হুনডি ব্যবসায়ী রিন্টু চাকমা ও ধনরন্জন চাকমা‘কে গেরেপ্তার করে বিজিবি। তাদের কাছ হতে উদ্দার করা হয়েছিল সাড়ে ১২ লাখ টাকা। গেরেপ্তারকৃতদের পানছড়ি থানায় হস্তান্তরের উদ্দেশ্যে যাত্রাপথে প্রায় ৫০০ থেকে ৬০০ স্থানীয় এলাকাবাসী পুজাগাং বাজার এলাকায় বিজিবি‘র গাড়ি বহরে হামলা করে এবং কেড়ে নিয়ে যায় টাকা সহ গেরেপ্তারকৃতদের।
স্থানীয় বাসীন্দাদের হামলায় ৯ জন বিজিবি সদস্য আহত হন বলে জানা যায়। এছাড়াও বিজিবি‘র গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ১৩ রাউন্ড ফাকা গুলি ছোড়তে হয় বিজিবি সদস্যদের। এই ঘটনায় সুমন চাকমা নামে এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।