কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল মলমচর এম.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রিক ও ডাব্লিউএফপি উদ্যোগে বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে খাদ্য,পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্নমালা নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মলমচর এমএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমের সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়েট সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, রিক ও ডাব্লিউএফপির প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মোহাম্মদ আলম বলেন,কোমলমতি শিশুদের মেধা-মনন, সৃজনশীলতা ও চিন্তা শক্তি বিকাশে এ ধরনের পদক্ষেপ যথার্থ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।