কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কুতুবদিয়ায় নানান কর্মসূচীর মধ্যে দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য ‌র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয় হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ নাজমুজ সাকিবের সঞ্চালনায় আলোচনা সভায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লেলিন দে বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি ও ব্যবসায়ি উপস্থিত ছিলেন।

পরে উপজেলা খাছারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আলোচনা সভা শেষে কার্প মিশ্র মাছ চাষে মোঃ আওরঙ্গজেব মাতবর, চিংড়ি চাষে আসাদৌল্লাহ খান,ছুটকি উৎপাদে আব্বাস উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন