বাঁশখালীতে মাটি কাটার দায়ে স্ক্যাবেটরসহ ৫টি ডাম্পার জব্দ

বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে মোবাইলকোর্ট পরিচালনা করে একটি স্ক্যাভেটর ও পাঁচটি ডাম্পার ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পানিঘাটা টিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে ওই এলাকায় চাষের জমি ও ছরা হতে অবাধে অবৈধভাবে মাটিকাটা ও পরিবহনের দায়ে একটি স্ক্যাভেটর ও পাঁচটি ডাম্পার ট্রাক জব্দ করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, ‘খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় ইদ্রিস, বশর, ইব্রাহিম, মালেকের নেতৃত্বে বিগত এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয় এর কাজ চলছে।মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটিকাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এসময় জব্দকৃত স্ক্যাভেটর ও ডাম্পার ট্রাক স্থানীয় ৬নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শওকত হোসেনের জিম্মায় দেওয়া হয়।’

জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন