হালদা নদীতে ৭ হাজার মিটার ঘেরাজাল ও মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা জব্দ

চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার ঘেরাজাল ও মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা সহ বড়শি জব্দ করেছেন উপজেলা প্রসাশন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

ইউএনও মো. শাহিদুল আলম এ বিষয়ে বলেন, হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে ধলই ইউনিয়নের হালদার ব্রিজ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার অবৈধ ঘেরাজাল, মাছ ধরার দুইটি ইঞ্জিনচালিত নৌকা সহ তিনটি বড়শি জব্দ করা হয়েছে। জাল উত্তোলনকালে একাধিক মা মাছের অংশবিশেষ দেখতে পাওয়া যায় এবং মা মাছগুলো হালদায় মুক্ত করা হয়।

তিনি আরও বলেন, হালদায় মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখা সহ ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে সহযোগিতা করেন অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ সহ স্বেচ্ছাসেবীগণ।

আরও পড়ুন