হালদা নদীতে অভিযানে ৬ হাজার মিটার ঘেরাজাল জব্দ

চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার ঘেরাজাল জব্দ করেছেন উপজেলা প্রসাশন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১২ টা হতে ভোর ৪ টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

ইউএনও মো. শাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নয়টি ঘেরাজাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক দৈর্ঘ্য ৬ হাজার মিটার। জব্দকৃত জালগুলো বিভিন্ন পয়েন্টে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, হালদায় মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখা সহ ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইডিএফ এর মৎস কর্মকর্তা রাব্বানী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গ্রামপুলিশ সহ হাটহাজারী মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।

আরও পড়ুন