জেলিযুক্ত গলদা চিংড়ি বিক্রির দায়ে চন্দনাইশে মাছ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি দিয়ে ওজন বাড়িয়ে গলদা চিংড়ি বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চন্দনাইশ পৌরসভা বাজারে বাদল দাশ নামে এক ব্যবসায়ীকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জেলিযুক্ত সাত কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভা বাজারে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির। সহযোগিতায় ছিলেন চন্দনাইশ থানার একদল পুলিশ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, “জব্দকৃত চিংড়ির জেলি পরিষ্কার করে জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এতিমখানা ও নুরিয়া ডুলাফকির এতিমখানায় প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন