চন্দনাইশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হাশিমপুর ইউনিয়নে বরুমতি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সুমন (২২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌণে ১টার দিকে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ অর্থদণ্ড করেন।

এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলার হাশিমপুর ইউনিয়নের বরুমতি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে বরুমতি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০-এ দোষী সাব্যস্ত করে এ অর্থদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন