চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন উদ্দিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এবাদতখানা সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নুর হোসেনের ছেলে। তিনি কর্নফুলি ইপিজেডে এইচকেডি ইনোভেশন লিমিটেডে সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন হুমায়ুন উদ্দিন। চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এবাদতখানা সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুমায়ুন উদ্দিন সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হুমায়ুন উদ্দিনকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমদ বলেন, “দূর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন