পতেঙ্গা সমুদ্রের সাধারণ জেলে মৎস্য ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

পতেঙ্গা সমুদ্রের সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে জনৈক ইলিয়াছ প্রকাশ গাভী ইলিয়াছের চাঁদাবাজি, অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পতেঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোঃ কামাল উদ্দীন ।

তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে গাভী ইলিয়াছ অভিনব কায়দায় বিভিন্নভাবে দরিদ্র অসহায় জেলেদের উপর নির্যাতন করছে এবং নৌকা প্রতি দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা চাঁদা না দিলে তার নিজস্ব জলদস্যু বাহিনী অস্ত্র, কিরিচ, ধামা, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নৌকা, মাছ, জাল, রশি, তেল, বাজার সদায়সহ অন্যান্য সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, কিছুদিন আগে বিএনপি ত্যাগ করে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ম্যানেজ করে ৪১নং ওয়ার্ডের নেতা বনে যায় এই জলদস্যু । তার নামে ডজন খানেক মামলাও রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে তিনি সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছেন।

এদিকে ২৬ সেপ্টেম্বর সোমবার রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) গাভী ইলিয়াসকে গ্রেফতার করে । কিন্তু তাকে আদালতে সোপর্দ করলে জামিনে বেরিয়ে আসে। কিন্তু মনু মিয়া (৪৯) নামে ভুক্তভোগী এক লোকের দায়ের করা চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলায় পুনরায় ২৭ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলেরা এই জলদস্যুর হাত থেকে মুক্তি চেয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন