মিরসরাইয়ে দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় ৩ গাড়িচালকের বিরুদ্ধে মামলা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ৩ গাড়িচালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। ওই ঘটনায় জোনাকী পরিবহনের বাস, কাভার্ড ভ্যান ও লরি চালক মামলার আসামি করা হয়েছে। তিন গাড়ির চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, জোনাকী পরিবহন বাসের চালক, কাভ্যার্ড ভ্যানের চালক ও লরি চালককে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় একটি লরির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাস। এ নিয়ে উভয় গাড়ির চালকের মাঝে বাকবিতন্ডা চলছিল। খবর পেয়ে সেখানে দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন এলাকার লোকজন ও স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকরাও ছিলেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান দাঁড়ানো সবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যান। এছাড়া জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই ও কনস্টেবলসহ ৬ জন আহত হন।

দুর্ঘটনায় ২ছেলে হারানো শামসুদ্দিনের আহাজারীতে নিস্তব্দ মিরসরাই – CTG SANGBAD24

আরও পড়ুন