চন্দনাইশে দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মোঃ রিয়াদ উদ্দীন (২৩) নামে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নস্থ বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো. রিয়াদ উদ্দীন উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকার জাহাঙ্গীরের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমূখী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ট- ২৪-৬৩৭১) বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালক মো. রিয়াদ উদ্দীন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমদ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ একজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করেছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন