গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীর কুখ্যাত জলদস্যূ জসিম বাহিনীর প্রধান মো. জসিম উদ্দিনকে দুই সহযোগীসহ আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) উপজেলার নাপোড়া এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩৫), আব্দুল মাবুদ (৫২) ও মো. ওসমান গনি (২৫)।
এ বিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার জানান, ‘আটককৃত আসামিদের তল্লাশি করে ৫টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাজসে জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। আটক জসিমের বিরুদ্ধে ১৪টি মামলা এবং আব্দুল মাবুদ ডাকাতের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।’
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।