রাউজানে কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্যালারি ও ছাদ বাগান
রাউজানের ২০০ বছরের পুরনো ১৮২০ সালে প্রতিষ্ঠিত কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নামে স্থাপন করা ফজলে করিম চৌধুরী গ্যালারি ও ছাদ বাগানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি থেকে ফজলে করিম চৌধুরী গ্যালারি ও ছাদ বাগানের উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।
প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফজলুল কাদের, প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাস, সুমন কল্যাণ বড়ুয়া, মাদল বড়ুয়া, যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য এস এম লিটন, ইউপি সদস্য ফোরকান, সমীর কান্তি ভট্টাচার্য, সাহাবুদ্দিন মেম্বার, প্রভাত পাল কালু, তৈয়্যব সওদাগর, আবদুস সালাম, অশোক বড়ুয়া, তরুন কান্তি বড়ুয়া, ফোরকান, মো. জাহাঙ্গীর আলম বাচা, ইকবাল হোসেন ইমন, এস এম টিপু, মো. আজম, মো ওসমান, নুর হোসেন দুলাল, রাউজান আর্য্যমৈত্রেয় ইনস্টিটিউটের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাস, কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম হেলালী, শিক্ষক নুরুল আলম, সুমেধু বড়ুয়া, রিকু বড়ুয়া, রঞ্জিত দাশ গুপ্ত, শারমিন ওয়াজিয়া, দপ্তরী রুবেল দাশসহ শিক্ষাক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।