রাষ্ট্রদূত মোঃগোলাম সারওয়ার’র সচিব পদে পদোন্নতি: অগ্রণী রেমিটেন্স হাউসের অভিনন্দন
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার সচিব পদে পদোন্নতি লাভ করায় মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিটেন্স হাউসের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) কুয়ালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে অগ্রণী রেমিটেন্স হাউস, এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানান রেমিটেন্স হাউসের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ এবং বিদায়ী নির্বাহী কর্মকর্তা খালেদ মোর্শেদ রিজভী।
এ সময় হাইকমিশনারকে সচিব পদে পদোন্নতি লাভ করায় আন্তরিক অভিনন্দন জানানো হয়। মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ এ সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। হাইকমিশনার এ বিষয়ে বিভিন্ন দিক নির্দশনা প্রদান করেন এবং সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনারের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি মালয়েশিয়া তথা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।