আনোয়ারায় মামলায় পলাতক ১০ আসামী গ্রেপ্তার

আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের সহিংসতায় ওঁমকার হত্যার আসামী, গণধর্ষণ, মাদক ও চুরি মামলার ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার(১৮ জুলাই) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো গণধর্ষণ মামলায় উপজেলার বটতলী ইউনিয়নের হলদিয়া পাড়ার মো: নুর কাশেম (২১), মো: কফিল (২০), নির্বাচনী সহিংসতায় ওঁমকার হত্যার আসামী পটিয়া কাশিয়াইশ বড়ুয়া পাড়ার নিশান বড়ুয়া (৩২), মাদক মামলায় চাতরী মহতরপাড়ার মো: জাহাঙ্গীর (৩৬), চুরি মামলায় বারশত বখতিয়ারপাড়া পশ্চিমচালের আব্দুল মন্নান (২২), মো. মামুন (১৯), দক্ষিণ বন্দর এলাকার মোঃ তাজ উদ্দিন (২৩), পরোয়ানাভুক্ত আসামী চাতরী ইদ্রিস মাষ্টারের বাড়ির মো: বেলাল (২৪), সাজাপ্রাপ্ত আসামী বারখাইন ঝিওরী এলাকার মো; নুরুল আলম (৪৫) ও চুরি মামলার আসামী বারখাইন তৈলারদ্বীপ এলাকার মো: আরিফুল ইসলাম(৪৫)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জ হাসান বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধে জড়িত। তারা দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে রয়েছে। সোমবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন