আন্তর্জাতিক মানের দক্ষ হাফেজে কোরআন তৈরি করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘তাহফিজুল কোরআন সুন্নীয়া মডেল মাদ্রাসা’ নামক আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে গঠিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে দোহাজারী পৌরসভা সদরের হাজারী পুকুর পাড়স্থ এফআইসি টাওয়ারের নিচতলায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ও সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়।
জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস হাফেজ ক্বারী আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী।
উদ্বোধক ছিলেন দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা এলডিপি আহবায়ক মো. লিয়াকত আলী, দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা আবদুল গফুর রব্বানী, এফ.আই.সি. বিজনেস লিঃ চেয়ারম্যান কাজী মোঃ শাহজাহান, কাজী শরাফত আলী, কাজী আব্দুল মোমিন লাভলু। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মো. আব্দুশ শাকুর ও হাফেজ মো. সাহাব উদ্দিন সাইফুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মো. বাহা উদ্দিন নেজামী, হাফেজ মো. ইয়াকুব নবী, হাফেজ মো. মহি উদ্দীন প্রমূখ। পরে মিলাদ, কিয়াম ও দোয়া মোনাজাত শেষে সদ্য ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নতুন বই ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটিতে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা হিফজুল কোরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদানের মাধ্যমে শিশুর মেধা বিকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরিবিলি পরিবেশে পাঠদান, সার্বক্ষণিক সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে বলে জানান পরিচালকবৃন্দ।